Advertisement


মাতারবাড়ি নাইট রাইডার্স ক্লাবের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ::

কাব্য সৌরভ: মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মুজিব শতবর্ষ উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি চলছে। তারই ধারাবাহিকতায় মাতারবাড়ীর ক্রীড়া সংগঠন মাতারবাড়ী নাইট রাইডার্স যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে আজ মাতারবাড়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বৃক্ষরোপনের মধ্যদিয়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযানের উদ্ভোধন করা হয়। উক্ত বৃক্ষরোপণ অভিযানে উপস্থিত ছিলেন মাতারবাড়ী নাইট রাইডার্স যুব উন্নয়ন ক্লাবের উপদেষ্ঠা কমিটির সভাপতি এস.এম.আবু হায়দার, মাতারবাড়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে উপ-সহকারী পরিদর্শক ডাঃ মোহাম্মদ ইয়াকুব, উপদেষ্টা কমিটির সদস্য, মাষ্টার নুর নবী, নবীর হোছাইন ভূট্টো, আরিফুল ইসলামসহ ক্লাবের সহ-সভাপতি মোঃ সামুন উদ্দীন সামুন, হেলাল উদ্দীন, আবদুল আজিজ, আবদুর রহমান রিটন,তৌহিদুল ইসলাম, সেক্রেটারি রুহুল কাদের হৃদয়, জাহেদ ইমজিয়াজ নিলয়, মোহাম্মদ আব্দুল্লাহসহ প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের উপদেষ্টা কমিটির সভাপতি এস.এম.আবু হায়দার বলেন,"সবুজায়ন করার লক্ষে জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারা বাংলাদেশে এক কোটি বৃক্ষ রোপন করার আলোকে আজকে মাতারবাড়ী নাইট রাইডার্স ক্লাবের বৃক্ষরোপন সপ্তাহ ও অভিযান উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত হতে পারে নিজেকে ভাগ্যবান মনে করছি। এবং নিজ উদ্যোগে একটি করে ফলজ,ঔষধি ও বনজ গাছ রোপন করার জন্য সকলের প্রতি অনুরোধ করছি। মাতারবাড়ী নাইট রাইডার্স যুব উন্নয়ন ক্লাবের বৃক্ষরোপন সপ্তাহ ও অভিযান শুরু হয় মাতারবাড়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চারটি ফলজ,ঔষধি ও বনজ গাছ রোপন করার মধ্যে দিয়ে। এরপর ধারাবাহিক ভাবে সপ্তাহব্যাপী মাতারবাড়ীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষ রোপন করা হবে বলে জানান মাতারবাড়ী নাইট রাইডার্স ক্লাবের সভাপতি সম্পাদক মণ্ডলী ও সদস্যবৃন্দ।