মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্বামী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, সম্প্রতি মরহুমার শারীরিক অবস্থার জটিলতা বৃদ্ধি পেলে তাকে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বর্তমানে তার মরদেহ মহেশখালীর বাড়িতে নিয়ে আসা হচ্ছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমার নামাজে জানাজা আগামীকাল শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে মহেশখালীর পৌরসভার আওতাঅধীন গোরকঘাটা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
মরহুমার মৃত্যুতে সাবেক সংসদ সদস্য, স্থানীয় নেতা ও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান শোক প্রকাশ করেছেন।
বিএনপির সাবেক এমপি আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এক বিবৃতিতে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদও মরহুমাকে একজন সৎ ও মানবিক নারী হিসেবে স্মরণ করে শোক ও শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন।
