Advertisement


পেইজ এক বিষয় সাংগঠনিক ভিত্তি আরেক বিষয়


আনম হাসান।।

এই পোস্টটি যারা বুঝবেন না, অনুগ্রহ করে তারা বারবার পড়বেন ৷ না বুঝলে পুনরায় পড়বেন, এরপরও না বুঝলে অফ যাবেন ৷ হজম না হলে প্রশ্ন করবেন।

১। মহেশখালী রিপোর্টার্স ইউনিটি আর রিপোর্টার্স ইউনিটি মহেশখালী আলাদা বিষয় ৷ পেইজ এক বিষয় সাংগঠনিক ভিত্তি আরেক বিষয় ৷ একটি পেইজ প্রাইভেসি অলওয়েজ পাবলিক, সাংগঠনিক পেইজ অনলি ফর সাংগঠনিক কার্যক্রম রিলেটেড এবং অফিশিয়ালি তা ঘোষণা হয়ে থাকে।

২। মিনিমাম ৩ বছর পূর্বে আমরা মহেশখালী রিপোর্টার্স ইউনিটি (লোকালি) নাম ধারণ করে যাত্রা শুরু করি ৷ এরপরে নিজেদের সকলের সবার এক্টিভিটি প্রচার, নতুনদের এগিয়ে নেওয়ার প্রত্যয়ে, সাহস দিতে সার্বজনীন প্লাটফর্ম হিসেবে পেইজ সচল করি ৷ যা আমাদের সাংগঠনিক ধারার একটি অংশ ছিলো মাত্র ৷
এরপরে ২০২০ সালের এপ্রিলের মাঝামাঝি সময়ে এসে অনলি মহেশখালী নামটা আগে পিছে করে আরেকটি পেইজের যাত্রা শুরু করে ৷ করতেই পারে ঐটা উন্মুক্ত স্বাধীনতা ৷ এখানে আসল নকলের প্রশ্ন করাটা অবান্তরই বটে ৷

৩। কপিরাইট নীতিমালা সম্পর্কে যাদের অধিক ধারনা আছে আশা রাখি আমার কিছু বলার থাকেনা ৷
তবুও হালকা করে উপস্থাপন করছি -রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের একটি শাখা হচ্ছে রিপোর্টার্স ইউনিটি মহেশখালী ৷ জাতীয়ভাবে এর ক্রম ধারা চলতে চলতে মহেশখালী পর্যন্ত এসে থেমেছে ৷ এরপরে গরু গাধা ছাগল খালী নামে কোন উপজেলা থাকলে মাদার সংগঠনের অনুমোদনক্রমে শেষের নামটা পরিবর্তন হতো বৈকি ৷ (এ বিষয়ে কেউ না বুঝে থাকলে ফেসবুকে আওয়াজ না তুলে সামনাসামনি আলোচনা করার আহ্বান রইলো ৷ সবসময় ওয়েলকাম)

৪। সদস্যদের যোগ্যতা প্রসঙ্গে বলতে গেলে বলতে হয়, আমি ছাড়া প্রয়োজনের নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি ৷ পাশাপাশি নামকরা বিশ্ববিদ্যালয় সমূহের স্টুডেন্ট, গ্রাজুয়েট সম্পন্ন করা সদস্যও আছে ৷ তাদের অনেকের এক্সট্রা যোগ্যতা হিসেবে আছে -আইএলটিএস না জানি কি কতগুলো আছে ঐগুলো, আইসিটি মাস্টার ট্রেইনার, ওয়েবসাইট এন্ড এনড্রয়েড এপস ডেভেলপার, শিক্ষক ইত্যাদি ৷

৫। আমি ছাড়া প্রত্যেকের আলাদা আয় রোজগারের পথ আছে ৷ যাদের নাই তাদের পৈতৃক সম্পত্তি ধন দৌলত আছে ৷

৬। সভাপতি নির্বাচনের ক্ষেত্রে বয়স, টাকা প্রভৃতি বিষয়কে আমরা গুরুত্ব দেইনি ৷ কর্ম ও ত্যাগের মূল্যায়ন করার চেষ্টা করেছি মাত্র ৷ তাছাড়া আমাদের মূল বার্তাটি ছিলো -এখানে পদ পদবীর লোভে কেউ সংগঠন করে না ৷ যা করে তা সার্বজনীন ৷ সামনে সদস্য বাড়তে থাকবে ২০/৩০/৪০/১০০ এক্সট্রা এক্সট্রা ৷ সংখ্যা নির্ভরতা নয় ৷ তখনও সভাপতি হবে আসবে যাবে ৷ আজকে আমরা যারা তারাও অনেক দূরে চলে যেতে পারি, ছিটকে পড়তে পারি প্রাকৃতিক নিয়মে ৷ নির্দিষ্ট মেয়াদ শেষে আমরা পদ পদবী আকড়ে ধরতে বিশ্বাসী নয়, পদ পদবীর বাহারে ফুলে উঠাকে নিরুৎসাহিত করি ৷ আমরা সার্বজনীনতাকে শ্রদ্ধা করি ৷ পদ পদবীর বাহারে ফুটানি করার মতো এখানে কেউ নেই ৷ এখানে সবগুলো সার্বজনীন ৷

৭। আমি ছাড়া সকলে মূলধারার সাংবাদিকতার সাথে সম্পৃক্ত ৷ বিভিন্নজন জাতীয় ও স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়ার সাথে সম্পৃক্ত ৷
আমি ছাড়া কেউ ফেসবুক সাংবাদিক নয় ৷

৮। আমরা মৌলিক সাংবাদিকতাকে নিজস্ব গণ্ডি, বলয়ে আবদ্ধ রাখতে বিশ্বাসী নই ৷ তাই সংগঠন সার্বজনীন প্লাটফর্ম হিসেবে কাজ করবে এবং এই থিমকে সঙ্গী করে আমাদের যাত্রা শুরু করেছিলাম ৷ এখানে লেখকদেরকে সবসময় ওয়েলকাম ৷

৯। প্রতিটি সদস্যদের ছবি ও পরিচয় দেখে জেনে নিবেন আমার উপস্থাপিত তথ্যের ভিত্তি আছে কিনা! যা বাস্তব তা উপস্থাপন করার চেষ্টা করেছি মাত্র ৷ দোষগুণ কমবেশি সকলের আছে ৷ কারো সম্পর্কে কমবেশি কেউ অজানা নয় ৷ বয়স অনুপাতে আমি একটি বেশিই জানি তা! থুথু যত উপরে থ্রো করবেন, ততই নিজেদের বডিতে ল্যাপটে চুপটে যাবে ৷

১০। ফাইনালি, সাংগঠনিক কোন বিষয়ে কারো জানার থাকলে আমাকেই প্রশ্ন করবেন ৷ সাংবাদিকতা কি, মৌলিক সাংবাদিকতা কি, মূলধারার সংবাদ বা সংবাদ পত্র কি, সাংবাদিক, সংবাদকর্মী, সংবাদদাতা, সংবাদ সংগ্রাহক, সংবাদ প্রেরক ইত্যাদি বিষয়ে সংগঠনের সবার চেয়ে আমি এগিয়ে ৷ এই একটি জায়গায় আমি এগিয়ে আছি আল্লাহর রহমতে ৷ সেই ২০১১ হতে ২০১৮ এই সেই করতে করতে মিনিমাম উত্তর দেওয়ার মতো করে কিছু আয়ত্ত করতে পেরেছি ৷ কারো জানার থাকলে যুক্তি দিয়ে জানতে পারেন, তবে তার আগে এসব বিষয়ে গুগলে স্টাডি করে আসার অনুরোধ রইলো ৷

আমরা কারো প্রতিদ্বন্দ্বী নই, আমরা সার্বজনীন, আমরা শেখাতে নয় শিখতে এসেছি, নিতে নয় দিতে এসেছি ৷ কেউ তা মনে করে থাকলে কাকতাল মাত্র৷ সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি ৷