Advertisement


ছোট মহেশখালীর লম্বাঘোনা বাজারের ব্যাবসায়ীর উপর হামলা, লুটপাট

স্টাফ রিপোর্টার।।
মহেশখালীর লম্বাঘোনা বাজারে ব্যাবসায়ীর উপর সন্ত্রাসী হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে ৷ হামলায় স্থানীয় বাজারের ব্যাবসায়ী আব্দুল কাদের (৪৫), তার আপন ভাই মাহবুব আলম এবং ছেলে জাহেদ গুরুতর আহত হয়েছে ৷

হামলায় গুরুতর আহত আব্দুল কাদের ও তার সন্তান জাহেদকে মহেশখালী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজারে রেফার করেছে জানা যায় ৷ 

প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, ২১আগষ্ট শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে স্থানীয় বাজারের ব্যাবসায়ী আব্দুল কাদের ও একরাম সওদাগরের মাঝে পূর্ব লেনদেনের বিষয় নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে ৷

উভয়ের বাকবিতন্ডার এক পর্যায়ে স্থানীয় এলাকার বাসিন্দা গিয়াসউদ্দীন, নুর মুহাম্মদ, নুরুল হক কোন কথাবার্তা ছাড়াই আব্দুল কাদেরকে মারধর করতে থাকে ৷
আব্দুল কাদেরকে উদ্ধার করতে যেয়ে তার সন্তান জাহেদ এবং আপন ভাই মাহবুব আলম প্রঃ ধইন্যেও গুরুতর আহত হয় ৷ একপর্যায়ে তার দোকানের ক্যাশ হতে নগদ প্রায় লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায় ৷ কোন ধরণের অভিযোগ বা মামলা করলে দেখে নিবে বলে হুমকি ধমকি দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে ৷

এবিষয়ে লম্বাঘোনা বাজার কমিটির সভাপতি আব্দুল হাকিমের কাছে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি সবখবরকে বলেন, আহত আব্দুল কাদের বাজারের একজন ব্যাবসায়ীর পাশাপাশি হাট বাজারের ইজারা নিয়েছেন ৷ তার সাথে একরামের ব্যাবসায়িক লেনদেন থাকলেও হামলাকারীরা অনেকটা বহিরাগত হিসেবে স্বউৎসাহে তাদের উপর আক্রমণ করে ৷ তাছাড়া আজকের দিনে পৃথক পৃথক তিনটি ঘটনা ঘটিয়েছে বলেও খবর পাওয়া গেছে ৷

স্থানীয় প্রত্যক্ষদর্শী আব্দুল কাদের জানান, ইউনিয়ন যুবদলের সহ সভাপতি নুরুল হকের নেতৃত্বে এই হামলার ঘটনাটি ঘটে ৷ ইতোপূর্বে তার বিরুদ্ধে বিভিন্ন ঘটনার অভিযোগ  থাকলেও স্থানীয় প্রভাবশালীদের মদদে তার অপকর্ম ধামাচাপা পড়ে যায় ৷

স্থানীয় ইউপি চেয়ারম্যান জিহাদ বিন আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার বিষয়ে আমাকে অবগত করা হয়েছে ৷ তাদেরকে আগে চিকিৎসা গ্রহণের পরামর্শ দিয়ে হাসপাতালে পাঠানো হয় ৷
এবং অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান ৷

এই রিপোর্ট লেখা পর্যন্ত তারা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায় ৷