Advertisement


মহেশখালীতে বঙ্গবন্ধু সড়ক উদ্বোধন

অসীম দাশ::
বাঙালির স্বাধীনতা আন্দোলনের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে মহেশখালীতে।
মুজিবর্ষে জাতির জনকের প্রতি শ্রদ্ধার নির্দশন হিসেবে মহেশখালীতে ‘বঙ্গবন্ধু সড়কটি’ উদ্বোধন করেন মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আলহ্বাজ আশেক উল্লাহ রফিক। যে  সড়কটি এতোদিন ‘আদালত সড়ক’ নামেই পরিচিত ছিলো।
গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ২য় পর্যায় এল.জি.ই.ডি ঢাকা’র অর্থায়নে সংস্কারকৃত সড়কটি উদ্বোধন শেষে সাংবাদিকদের উদ্যেশে উদ্বোধক সাংসদ আশেক উল্লাহ রফিক বলেন,“মহেশখালীর প্রধান সড়ক থেকে উপজেলার কানেকটিং এই সড়কটি ছোট হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর বছরে সড়কটি আজ মহেশখালী পৌরসভার পক্ষ থেকে বঙ্গবন্ধু সড়ক নামকরণ করা হয়েছে।”
১৯৯৬ সালে আওয়ামীলীগ সরকারের আমলেই মহেশখালী পৌরসভা যাত্রা শুরু করে উল্লেখ করে তিনি এসময় আরও বলেন,“মুজিববর্ষে মহেশখালী পৌরসভা একদিকে ‘ক’ শ্রেণিতে উন্নীত হয়েছে, অন্যদিকে জাতির জনকের প্রতি শ্রদধার নির্দশন স্বরুপ গুরুত্বপূর্ণ এই সড়ককে বঙ্গবন্ধু সড়ক নামকরণ করাই আমরা মহেশখালী বাসীর পক্ষ হতে মহেশখালী পৌরসভাকে ধন্যবাদ জানাই।”