Advertisement


জাতির পিতার শাহাদাৎ বার্ষিকীতে ডুসাম’র বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস' অ্যাসোসিয়েশন অব মহেশখালী(ডুসাম) সদস্যরা বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালেয় অধ্যয়নরত মহেশখালীর শিক্ষার্থীদের এই কর্মসূচিতে অংশ নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।

আজ শনিবার বিকাল ৩টায় মহেশখালী কলেজ প্রাঙ্গণে অনুষ্টিত এই বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মহেশখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাহামত উল্লাহ। এছাড়া অতিথিদের কাতারে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক আহবায়ক আব্দুল মান্নান।

ডুসামের সভাপতি মোহাম্মদ মানিক মহেশখালীর সব খবরকে বলেন,“ বঙ্গবন্ধু মানেই শক্তি, উৎসাহ আর প্রেরণ। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। আমরা আজ জাতির পিতার শাহাদাত বার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সেই সাথে আমরা পরিবেশ রক্ষার প্রয়োজনে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করেছি।”


বৃক্ষরোপণ কর্মসূচি শেষে স্থানীয় লোকদের হাতে গাছের চারা তুলে দেয় সংগঠনের নেতৃবৃন্দ।