Advertisement


গ্রামীন সড়কের দুই ধারে বৃক্ষরোপণ গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট’র

নিজস্ব প্রতিবেদক

‘সবুজ বাঁচাই সবুজে বাঁচি’, এই স্লােগান নিয়ে মহেশখালীর প্রায় শিক্ষা প্রতিষ্টানে চলছে বৃক্ষরোপন কর্মসূচি পালন করছে গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট নামক পরিবেশবাদী একটি সংগঠন।

আজ বড়মহেশখালী ফকিরাঘোনাস্ত আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী সড়কের দু'ধারে সংগঠনটির কক্সবাজার জেলা শাখার উদ্যেগে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকাল ৪টায় সংগঠনটির জেলা সভাপতি মোস্তফা আনোয়ার চৌধুরীর নেতৃত্বে সড়কের দু পাশে বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্ধোধন করেন মহেশখালী কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জামিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির আযাদসহ গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট’র সদস্যগণ।

এর আগে মহেশখালীর বেশ কিছু শিক্ষাপ্রতিষ্টানে সংগঠনটি ধারাবাহিক ভাবে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে। আগামীতেও তাদের এই বৃক্ষরোপন কর্মসূচি অব্যাহত থাকবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।