Advertisement


মহেশখালীতে কাউন্সিলার প্রার্থী মিসকাতের সংবাদ সম্মেলন

মাহবুব রোকন
আগামী পৌরসভা নির্বাচনে মহেশখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রার্থী মিসকাত সিদার সিকদার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন তার ওয়ার্ডে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কাউন্সিলার প্রার্থী তার পোস্টার, ব্যানার ছিড়ে ফেলে সন্ত্রাসী বাহিনী নিয়ে প্রচারণায় বাঁধা প্রদানসহ নানা হুমকী দিয়ে আসছে। গতকাল বিকেলে মহেশখালীর সব খবর অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলেন। বক্তব্যে বলা হয় প্রতীক বরাদ্দ পাওয়ার পরে মিসকাত তার নির্বাচনী প্রতীক ‘পাঞ্জাবি’ মার্কার পক্ষে প্রচারণা চালিয়ে আসছিলেন। একপর্যায়ে গত ১২ ও ১৩ মার্চ তার নির্বাচনী পোস্টার ও ব্যানার ছিড়ে ফেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন। এনিয়ে থানা ও নির্বাচন অফিসে লিখিত অভিযোগ করা হয়। তিনি আগামী নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের জনগনের ভালবাসা নিয়ে শতভাগ বিজয়ী হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন জাতির কাছে এই অপশক্তির মুখোশ উন্মোচন করার আশা ব্যক্ত করেন। তিনি জনগনের একজন সেবক হিসেবে এলাকার উন্নয়ন করতে চান বলে জানান। এনিয়ে সংবাদ সম্মেলনে তিনি ৮ দফা উন্নয়ন আগ্রহের কথা জানিয়ে নির্বাচনী ইসতিহারও প্রকাশ করেন। এতে শিক্ষার অধিকার নিশ্চিত করণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, গৃহায়ন প্রকল্প, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ব্যবস্থা, পয়:নিস্কাশন ব্যবস্থা, বেকারত্ব দূরীকরণ, নারী ও শিশু অধিকার বাস্তবায়নে কাজ করে যাবেন বলে ইসতিহারে উল্লেখ করা হয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন সন্ত্রাসী বাহিনী ভোটারদের ভয় ভীতি দেখানোর পাশাপাশি হত্যার হুমকী প্রদান করছে বলে জানান। তিনি জনগনের ভালবাসায় সকল ষড়যন্ত্রের হয়ে নতুন সুর্ষের উদয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।