Advertisement


কেন্দ্রে নিরাপত্তার অভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন প্রার্থী

কক্সবাজার জেলা পরিষদের আজকের নির্বাচন


২৮ ডিসেম্বর কক্সবাজার জেলা পরিষদের বহুল আলোচিত নির্বাচন। জেলা পরিষদ নির্বাচনের মহেশখালীস্থ ৩ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রে নিরাপত্তার অভাবের অভিযোগে একজন প্রার্থী নির্বাচনের আগের দিন গতকাল বিকালেই প্রার্থিতা থেকে সারে দাঁড়িয়েছেন। মহেশখালী উপজেলা জাতীয় পার্টির সভাপতি আজিজুল হক আজিজ উটমার্কা প্রতীক নিয়ে ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদে লড়ছিলেন। এলাকায় তার নির্বাচনী প্রচারণাও ছিল ব্যাপক। মহেশখালী পৌর সদরের রাখাইন পাড়া প্রাথমিক বিদ্যালয়ে এই ওয়ার্ডের ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়। এই কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ দাবী করে তিনি জেলা রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনে কেন্দ্রটি পরিবর্তনের জন্য আবেদন করেছিলেন। গতকাল বিকেলে স্থানীয় সাংবাদিকদের কাছে এক ব্রিফিং-কালে তিনি অভিযোগ করেন প্রশাসনের সংশ্লিষ্টরা তার আবেদনে সাড়া না দেওয়ায় ভোট কেন্দ্রের নিরাপত্ত্বাজনিত কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। প্রসঙ্গত: কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্য মিলে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তার সরে যাওয়ার ঘোষণায় এই সংখ্যা দাঁড়াল ৬৮ জনে। মহেশখালী ও কুতুবদিয়া মিলে ৩টি ওয়ার্ড রয়েছে। এখানে মহেশখালীতে ২ টি কুতুবদিয়ায় ১ টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহণ করতে ব্যাপাক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্র জানায়। মহেশখালীর নির্বাচন সমন্বয়কারী মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো.আবুল কালাম জানান শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে বিপুল সংখ্যক বিজিবি সদস্য, পুলিশ ও আনসার সদস্য মহেশখালী এসে পৌঁছেন।