Advertisement


মুক্তিযোদ্ধ যাচাই বাছাই: মহেশখালীতে নতুন ২০ যোদ্ধা


 




১৯৭১সালের মহান মুক্তিযুদ্ধের সময় কালে মহেশখালী উপজেলার সন্তান তৎকালীন স্বাধীনতার পক্ষে অবস্থান যুদ্ধাকালীন যারা অবদান রয়েছে। যুদ্ধে অংশ গ্রহণ ও স্বাধীনতার পক্ষে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে ভূমিকা রেখেছেন এমন ব্যক্তিদের নিকট থেকে আবেদনকৃত ব্যক্তির আবেদন যাচাই বাচাই করে মহেশখালী উপজেলায় ২০জন মুক্তিযোদ্ধা বিভিন্ন ক্যাটাগরিতে মুক্তিযোদ্ধা তালিকায় নাম অর্ন্তভূর্কির সিন্ধান্ত গ্রহণ করেছেন। 

 সুত্রে জানায় , মহেশখালী উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাচাই কমিটির  সভাপতি মোস্তাক আহাম্মদ চৌধুরী, সদস্য সচিব ও উপজেলা নির্বাহী অফিসার  মোহাম্মদ আবুল কালাম উপজেলা কমান্ডার সদস্য পুলিন বিহারী শর্মা,কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর প্রতিনিধি আলতাফ হোসেন,মুক্তিযোদ্ধার প্রতিনিধি সদস্য সৈয়দ লকিয়ত উল্লাহ, জামুকার প্রতিনিধি সদস্য ও সাবেক উপজেলা কমান্ডার ছালেহ আহাম্মদ,জেলা কমান্ডার প্রতিনিধি সদস্য কালা মিয়া কর্তৃক স্বাক্ষরিত তালিকা সুত্রে জানাযায়, হোয়ানক ইউনিয়নের হরিয়ার ছড়া গ্রামের মৃত মোহাম্মদ ইউচুপ এর পুত্র মাষ্টার মোহাম্মদ নুরুল ইসলাম (সাধারণ) বড় মহেশখালী ফকিরা ঘোনা গ্রামে মৃত শহর আলীর পুত্র উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী(সাধারণ)ছোট মহেশখালী সিপাহীর পাড়া গ্রামের মৃত আনছুর আলীর আলহাজ্ব নেয়ামত আলী (সাধারণ)কালারমারছড়া আধার ঘোনা এলাকার মৃত আজিজ উদ্দিনের পুত্র শেখ মোহাম্মদ আব্দুল জব্বার (সাধারণ),বড় মহেশখালী মিয়াজীর পাড়া গ্রামের মৃত হাজী মোহাম্মদ জহির এর পুত্র ককসবাজার মহুকুমা সংগ্রাম কমিটির ট্রেজারার এডভোকেট মওদুদ আহাম্মদ (সাধারণ), কুতুবজোম ইউনিয়নের লুতুর বর পাড়ার হাজী হেফাজতুর রহমানের পুত্র মাষ্টার রেয়াকত আলী (সাধারণ),হোয়ানক ইউনিয়নের কালালিয়া কাটা গ্রামের মৃত  হাজী আলী মিয়ার পুত্র মোহাম্মদ মীর কাশেম (সাধারণ), হোয়ানক হামিদুর রহমান পাড়ার মৃত হামিদুর রহমান এর পুত্র সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ (সাধারণ), ছোট মহেশখালী উত্তর কুল গ্রামের মৃত আলহাজ্ব সাহেব মিয়ার পুত্র অবসর প্রাপ্ত শিক্ষক মো: বখশ (সাধারণ), ছোট মহেশখালী আদিনাথ ঠাকুরতলা গ্রামের রবীন্দ্র লাল দে এর মেয়ে ননী রানী দে,(বীরঙ্গনা) বড় মহেশখালী মুন্সির ডেইল গ্রামের মৃত মোহাম্মদ ইউচুপ এর পুত্র জেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা (সাধারণ), ছোট মহেশখালী আদিনাথ ঠাকুরতলা গ্রামের শচীন্দ্র লাল চক্রবর্তীর মেয়ে  চিনু চক্রবর্তী (বীরঙ্গনা) কালারমারছড়া মোহাম্মদ শাহ ঘোনা এলাকা মৃত হাজী ওয়াজ উদ্দিন এর পুত্র সাবেক চেয়ারম্যান ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন ইব্রাহিমের পিতা শহীদ মোহাম্মদ শরীফ (শহীদ) , শাপলাপুর ইউনিয়নের জাহিদা ঘোনা এলাকার মৃত মৌ: ছিদ্দিক আহাম্মদের পুত্র ওসমান গনী (সাধারণ) হোয়ানক ইউনিয়নের পুইছড়া গ্রামের মৃত সতীন্দ্র মোহন দত্ত এর পুত্র অধ্যপক সুকুমার দত্ত (গেরিলা কমিউনিস্ট পার্টি) কুতুবজোম দৈলার পাড়া গ্রামের মৃত আলহাজ্ব কালা চাঁদ এর পুত্র বশির উল্লাহ খানঁ, (সাধারণ) বড় মহেশখালী হিন্দুপাড়া গ্রামের মৃত আব্দু ছত্তার এর পুত্র মোহাম্মদ ফোরকান বিএ (সাধারণ), বড় মহেশখালী জাগিরা ঘোনা গ্রামের মৃত হাজী আজি উল্লাহর পুত্র আকতার কামাল(সাধারণ), গোরকঘাটা এলাকার মৃত হাজী আবুল বশর এর পুত্র জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ডাঃ নুরুল আমিন।  (কালারমার ছড়ার শহীদ মোহাম্মদ শরীফ চেয়ারম্যানের ছবিটি সংগ্রহ করা সম্ভব হয়নি।)
  
এ ব্যপারে, মহেশখালী উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাচাই কমিটির সদস্য সচিব ইউএনও মোহাম্মদ আবুল কালাম জানান,কমিটি কর্তৃক সর্বসম্মতিক্রমে  আবেদনকারীদের নিকট থেকে ২০ জনের নাম গৃহিত হয়েছে তা সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হবে।