Advertisement


শাপলাপুরে ফ্রেবের উদ্যোগে আরও একটি বাল্য বিবাহ বন্ধ




শাপলাপুর ঘুরে এসে 🔴 উপজেলার শাপলাপুরে মানবাধিকার সংস্থা ফ্রেব এর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহয়তায় আরও একটি বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। আজ দিনের শেষ বেলায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই বিয়ে বন্ধ করা হয়।

সূত্র জানায় শাপলাপুর দৈলারর ছড়ি এলাকার বাসিন্দা এই শাপলাপুর হাই স্কুলের ৮ম শ্রেনীর ছাত্রী । তার রোল নং ৬১, সে ওই ক্লাসের ‘বি’ শাখার ছাত্রী । গোপন সূত্রে ফ্রেবের কাছে খবর আসে স্কুলের এই কিশোরী ছাত্রীকে গোপনে বিয়ে দেওয়ার আয়োজন করে তার পরিবার। খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশকে সাথে নিয়ে আজ শেষ বেলায় ওই কিশোরীর বাড়িতে যান ফ্রেবের নিবাহী পরিচালক ফরিদুল আলম। এসময় তাদের সাথে ছিলেন স্থানীয় মেম্বার ও আওয়ামী লীগ নেতা জমিম উদ্দিন। তিনিও বেশ সহায়তা করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মি. বিভীষণ কান্তি দাশ মেয়ে ও মেয়ের পরিবারের সাথে কথা বলে এই বিয়ে স্থগীত করে দেন।

প্রসঙ্গ: মহেশখালীতে বাল্য বিবাহের বিরুদ্ধে প্রচারণা ও প্রায়োগিক পর্যায়ে কাজ করে চলেছেন মানবাধিকার সংস্থা ফ্রেব- বাংলাদেশ।