Advertisement


জাটকা সংরক্ষণ সপ্তাহঃ মহেশখালীর বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত


হারুনর রশিদ

মহেশখালীতে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০১৭খ্রি: উপলক্ষে উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। ১৪মার্চ বিকাল সাড়ে ৩টার সময় উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ কেজি জাটকা জব্দ করা হয়। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জাটকা / ছোট ইলিশ মাছ বিক্রয়কারী পালিয়ে যায়। উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও (নিবার্হী ম্যাজিস্ট্রেট) সহকারী কমিশনার ভূমি বিভীষণ কান্তি দাশ এর নির্দেশে জব্দকৃত জাটকা - নতুন বাজারস্থ এমদাদুল উলুম মাদ্রাসার এতিম খানার ; এতিমদের দিয়ে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ছাবেদুল হক, অফিস সহকারী রবি চাকমা প্রমূখ।

অভিযান কালে স্থানীয়দের উদ্দ্যোশ্য উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ছাবেদুল হক বলেন- নিষিদ্ধ সময়ে সাগরে জাল ফেলে জাটকা ধ্বংস করা দন্ডনীয় অপরাধ। জেলেরা মৎস্য আইন মেনে চললে; জাটকা রক্ষা পাবে এবং জেলেরা লাভবান হবেন। আমরা অফিসারগণ মাছ শিকার করতে সাগরে যাব না। মাছ শিকার করতে সাগরে যাবে জেলেরা। সরকারে ঘোষিত মৎস্য আইন মেনে ; নিষিদ্ধ সময়ে জাটকা শিকার না করতে জেলেদের প্রতি আহবান জানান -উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ছাবেদুল হক।

ছবির ক্যাপশন- মহেশখালীতে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০১৭খ্রি: উপলক্ষে উপজেলার বিভিন্ন বাজারে মৎস্য অফিসের ভ্রাম্যমান অভিযান পরিচালনায় জব্ধকৃত জাটকার ছবি।