Advertisement


বঙ্গবন্ধুর জন্মদিনে মহেশখালী পৌর আ’লীগের সভায় মেয়র মকছুদ মিয়া

শেখ মুজিবুর রহমান বিশ্ব নেতা হিসেবে

সারা দুনিয়ায় আজীবন বেঁচে থাকবেন



জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম দিবস পালন উপলক্ষে গতকাল মহেশখালী পৌর আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভায় মহেশখালীর সফল মেয়র ও জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মকছুদ মিয়া বলেছেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক শেখ মুজিবুর রহমান এদেশের ইতিহাসের উজ্জল সিমানা ছড়িয়ে গিয়ে সারা দুনিয়ায় আজ বিশ্ব নেতা হিসেবে পরিচিত। তিনি পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণে লব্দ অভিজ্ঞতার বিবরণ দিয়ে বলেন দুনিয়ার অনেক দেশেই বিশ্বের একজন আলোকিত ত্যাগী নেতা হিসেবে বঙ্গবন্ধুর আলাদা একটি মূল্যয়ন রয়েছে। 

গতকাল বিকেল ৫ টায় মহেশখালী পৌর শহরের চৌরাস্তার মোড় পয়েন্টে মহেশখালী পৌর আওয়ামী লীগর সভাপতি, জেলা আওয়ামী লীগ নেতা ও মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়ার সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগ নেতা সাহাব উদ্দিন সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় 



সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম. আজিজুর রহমান বিএ, বৃহত্তর গোরকঘাটার সাবেক চেয়ারম্যান শামসুল আলম, উপজেলা আওয়ামী লীগ নেতা ব্রজ গোপাল ঘোষ, পৌর আওয়ামী লীগ নেতা মো. নাছির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রিদোয়ান রাসেল, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক প্রণব কান্তি দে, পৌর আওয়ামী লীগ নেতা যথাক্রমে ৬ নং ওয়ার্ড সভাপতি কাউন্সিলার ড. রতন কান্তি দে ও ১ নং ওয়ার্ড সভাপতি আবুল হাসেম, ছোট মহেশখালী জঙ্গী প্রতিরোধ কমিটির সভাপতি সাইফুল ইসলাম রায়হান প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলার সনজিত দাশ, জেলা মৎস্যজীবী লীগ যুগ্ম-সা.সম্পাদক জাফর আলম জাবের, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদিকা প্রীতাকণা শর্মা, পৌর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সাহাব উদ্দিন হিরু, ছাত্রলীগের হাসান মোর্শেদ, সোহেল আরমান, আরিফ, তারেক, সুকুমার চক্রবর্তী, জাহাঙ্গীর, পৌর মৎস্যজীবী লীগ সা. সম্পাদক মুছা কলিম উল্লাহ, পৌর কৃষক লীগের সভাপতি শামসুল আলম, সা. সম্পাদক আব্দুল মালেক, পৌর আওয়ামী লীগ নেতা হাসান সরওয়ার কাজাল. রশিদ আহমদ, এনায়েত উল্লাহ, জালাল উদ্দিন, বশির উদ্দিন প্রমুখ।


সভায় বক্তারা বলেন ১৯২০ সালের এদিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতি ও সমগ্র দেশ মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করে। জাতির জনককে ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতাবিরোধী ঘাতকদের হাতে সপরিবারে প্রাণ দিতে হয়। সভা শেষে জাতির পিতার জন্মদিন উপলক্ষে উপস্থিত জনতা ও নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।