Advertisement


বস্তুনিষ্ঠ সংবাদের আস্থা অর্জন করেছে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম- সাধারণ সভায় বক্তারা


প্রেস বিজ্ঞপ্তি।। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সাংবাদিকরা ইতোমধ্যে জনআস্থা অর্জন করেছে। সাহসিকতার সঙ্গে সংবাদ পরিবেশন করে দেশের উন্নয়ন ও উপকূলীয় অঞ্চলের সমস্যা–সম্ভাবনা তুলে ধরায় ফোরামের ভূমিকার কথা সাধারণ সভায় তুলে ধরেন বক্তারা।

সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে ১৯ মে (বুধবার) বিকেল ৫টায় কক্সবাজার শহরের কলাতলী কুটুমবাড়ী রেস্টুরেন্টে ফোরামের কার্যকরী কমিটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠার ১৫ বছর পূর্তি উপলক্ষে সভায় অতীত কর্মকাণ্ডের নানা দিক তুলে ধরেন নেতারা।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি স.ম ইকবাল বাহার চৌধুরী। পরিচালনা করেন সাধারণ সম্পাদক এ.এম হোবাইব সজীব। স্বাগত বক্তব্য দেন কার্যকরী সভাপতি ইমাম খাইর।

বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম শাহিন, সহ–সভাপতি সাহাব উদ্দিন, আব্দুল মালেক সিকদার ও ওবায়দুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এম. দিদারুল করিম, দপ্তর সম্পাদক রকিয়ত উল্লাহ, অর্থ সম্পাদক আলা উদ্দিন আলো, নির্বাহী সদস্য ফরিদুল আলম দেওয়ান প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক ও আবুল কাশেমসহ সদস্য ফারুক আহমেদ, সরওয়ার কামাল, শাহাদাত আলী জিন্নাহ, এরফান হোসেন, মিজবাহ উদ্দীন আরজু, নাজিম উদ্দীন, কফিল বিন আমির, ইয়াছিন আরাফাত, ইমরান নাজির, আলফাজ মামুন নূরী, মোস্তফা, শাহরিয়া বাবু, মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ, শেখ আবদুল্লাহ এবং পর্যবেক্ষণ সদস্য মোহাম্মদ সেলিম।

সভায় নবনিযুক্ত উপদেষ্টা টুয়াকের সাধারণ সম্পাদক নুরুল কবির পাশা পল্লাবকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

সভা শেষে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৬ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত করার লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়। একই সঙ্গে বার্ষিক পিকনিক আয়োজন, কল্যাণ তহবিল গঠনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।