Advertisement


মহেশখালীতে ২১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ


নিজস্ব প্রতিবেদক।।
মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২০২৫-২০২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, সরিষা, চিনাবাদাম ও ফেলন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ ২০ নভেম্বর সকাল ১১টায় মহেশখালী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিক ভাবে এসব বীজ ও সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্লাহ।

কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি অর্থবছরের রবি মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ২১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা হিসেবে দেওয়া হয়েছেজনপ্রতি ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার,২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ১০ কেজি চিনাবাদাম বীজ, ৫ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ৭ কেজি ফেলন বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। 

কৃষকেরা বিনামূল্যে বীজ ও সার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং চাষাবাদ করে পরিবারে পুষ্টিগত খাবারে পাশাপাশি আর্থিক স্বচ্ছতা আনবেন বলে  সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।  

মহেশখালী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল গফফার বলেন, “প্রণোদনার অংশ হিসেবে ২১০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এতে রবি মৌসুমের উৎপাদন আরও বৃদ্ধি পাবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্যহ্ বলেন, “কৃষি অফিসের মাধ্যমে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণে কৃষকেরা চাষাবাদে আরও উৎসাহিত হবে। এটি কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”