সব খবর রিপোর্ট।। রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আজ সকাল ১০টা ৩৮ মিনিটে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। অ্যান্ড্রয়েড আর্থকুয়েক অ্যালার্ট সিস্টেম (Android Earthquake Alerts System)-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা ও নরসিংদীর নিকটবর্তী এলাকা ঘোড়াশাল থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে। উৎপত্তিস্থল রাজধানীর খুব কাছে হওয়ায় ঢাকায় বেশ তীব্র কম্পন অনুভূত হয়েছে।
নোটিফিকেশনের তথ্যমতে, ভূমিকম্পের প্রভাব বাংলাদেশ ছাড়াও ভারতের কিছু অঞ্চলে অনুভূত হয়েছে।
ভূমিকম্পের সময় রাজধানীর বিভিন্ন বহুতল ভবন কেঁপে ওঠে এবং আতঙ্কে সাধারণ মানুষ ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন। তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকার ফার্মগেট এলাকায় অবস্থান করা আমাদের প্রতিবেদক ফারুক ইকবাল জানান, ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে মানুষ হকচকিয়ে পড়েন। কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পনের পর আতঙ্কে অনেকে দিকবিদিক ছুটতে শুরু করেন।
চট্টগ্রাম থেকে সৈয়দুল করিম জানান, নগরবাসী বেশ তীব্রভাবেই এ ভূমিকম্প অনুভব করেছেন।
এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।
ঢাকা-চট্টগ্রাম ছাড়াও নরসিংদী, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মৌলভীবাজার থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
ভারতের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয় বলে এনডিটিভির ব্রেকিংএ বলা হচ্ছে।
