সবখবর ডেস্ক।। কক্সবাজারের মহেশখালীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) দুপুর থেকে বিকেল পর্যন্ত সিকদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, উপকূলীয় অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রতিষ্ঠার পর থেকেই কোস্ট গার্ডের অঙ্গীকার। বিভিন্ন সময় মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে আসছে সংস্থাটি।
তিনি বলেন, “মহেশখালীতে আজকের ক্যাম্প থেকে ৫৭৫ জন অসহায়, গরীব, দুঃস্থ ও শিশু প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ পেয়েছেন। মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
বাংলাদেশ কোস্ট গার্ডের চট্টগ্রাম বেইস কর্তৃক আয়োজিত এই ক্যাম্পে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
