Advertisement


বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের জাতীয় শিশু দিবস উদ্যাপন

যত দিন বাংলাদেশ ও বাংলা ভাষা থাকবে 

ততদিন বেঁচে থাকবেন বঙ্গবন্ধু



মহেশখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী বলেছেন রাষ্ট্র বিরোধী খুনিরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে তাকে নিশ্চিহ্ন করতে চাইলে তা কখনো সম্ভব হবেনা। এদেশের এক ইঞ্চি মাটি অটুট থাকলে কিংবা বাংলাদেশ ও বাংলা ভাষা যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধু বেঁচে থাকবেন। গত বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিনে সভাপতিত্বে ও ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শহীদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহেশখালী উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সভাপতি এম. ফোরকান বিএ, উপজেলা শ্রমীক লীগ সভাপতি মোহাম্মদ জাকারিয়া, আওয়ামী লীগ নেতা অধ্যাপক আহমদ কবির, কক্সবাজার জেলা যুবলীগ অর্থ সম্পাদক সাজেদুল করিম, বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের  সাবেক আহ্বায়ক এম. আব্দুল মান্নান, বড় মহেশখালী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাহামত উল্লাহ, বড় মহেশখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক শাহনেওয়াজ হাবিব, ইউনিয়ন ছাত্রলীগের সা. সম্পাদক মঈন উদ্দিন জাহাঙ্গীর শিমুল, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ফোরকানুল করিম, যুগ্ম-সা.সম্পাদক ছানাউল্লাহ সেলিম, কক্সবাজার পলিট্যাকনিক ছাত্রলীগ নেতা শওকত ইসলাম, বড় মহেশখালী ছাত্রলীগ নেতা ওসমান সরওয়ার, মহেশখালী শিশু কিশোর সংগঠনের সভাপতি মুশফিক আনোয়ার চৌধুরী প্রমুখ। উপস্থিত ছিলেন মফিজুর রহমান, আবুল কালাম, সিরাজুল ইসলাম, বাদশা মিয়া, এরফান উল্লাহ, আনচার উল্লাহ, মৌ. মোস্তাফা কামাল, নাছির উদ্দিন, শফিউল আলম, মকছুদুল করিম, শাহজাহান, সাদ্দাম, রাশেল, শাহাব উদ্দিন, মো. আমিন, ওমর ফারুখ, জমির, তারেক, গিয়াস, ইলিয়াছ, এমরান, জসিম, মাহবুব, কামাল, রশিদ, হেলাল প্রমুখ। দিনটি পালন উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। এসময় জন্মদিনের কেক কেটে নেতাকর্মীদের মাঝে মিষ্টিমুখ করা হয়।

ছবি: বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভায় উপস্থিত নেতৃবৃন্দ।