Advertisement


মহেশখালীর সন্তান আবদুল শুক্কুর সিআইপি কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি নির্বাচিত

 

মহেশখালীর সন্তান আলহাজ্ব আবদুল শুক্কুর সিআইপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে।

জয়নাল আবেদীন।। মহেশখালীর সন্তান আলহাজ্ব আবদুল শুক্কুর সিআইপি কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। স্থানীয়ভাবে তাঁর এ অর্জনকে মহেশখালীর মানুষের জন্য গর্বের বিষয় হিসেবে দেখা হচ্ছে।

জানা গেছে, বাণিজ্য সংগঠন বিধিমালা ২০২৫ অনুযায়ী ঘোষিত নির্বাচন তফশীল অনুসারে কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২১ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের অফিস বেয়ারার নির্বাচন সম্পন্ন হয়। গত ১১ অক্টোবর ২০২৫ তারিখে প্রকাশিত তফশীল অনুযায়ী ৩১ ডিসেম্বর পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (৫ জানুয়ারি) আবু সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে নির্বাচন কমিশনের চেয়ারম্যান এডভোকেট ছৈয়দ আলমের সভাপতিত্বে অফিস বেয়ারার নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়।

নবনির্বাচিত পরিচালনা পর্ষদের ২১ জন সদস্যের সর্বসম্মতিক্রমে ২০২৬–২০২৭ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হন মহেশখালীর সন্তান আলহাজ্ব আবদুল শুক্কুর সিআইপি। সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন আনোওয়ারুল ইসলাম সিআইপি এবং সহসভাপতি নির্বাচিত হন শেখ আশিকুজ্জামান।

নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন- আলহাজ্ব আবদুল শুক্কুর, মোহাম্মদ আজিজুল ইসলাম, শহিদুল কাদের চৌধুরী, মোহাম্মদ আনোওয়ারুল ইসলাম, নুরুল আক্তার, হারুন অর রশিদ, গিয়াস উদ্দীন জিকু, এম. রেজাউল করিম, হারুন উর রশিদ, আবুল আলা মো. আনোয়ারুল আরিফ, মোহাম্মদ আলী, মোহাম্মদ আবদুর রহিম, মুকিম খান, শেখ আশিকুজ্জামান, তারেক মাহমুদ, মো. মইনুল ইসলাম, মনোয়ার কামাল যিশান, হুমায়ুন কবির রুবেল, মোহাম্মদ মোছা, আবু ফারহান ও নাজমুল আলম ওপেল।

নির্বাচন শেষে উপস্থিত সদস্যরা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান এডভোকেট ছৈয়দ আলম, সদস্য এডভোকেট তৌহিদুল আনোয়ার, আতিকুর রহমান এবং সদস্য সচিব নাছের মাহমুদকে ধন্যবাদ জানান।

এ সময় চেম্বারের সাবেক সভাপতি আবু মোরশেদ চৌধুরী, পরিচালক শামশুল ইসলাম হেলালী আজিম ও মোহাম্মদ আবু হানিফ নবনির্বাচিত সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান।