Advertisement


মহেশখালীতে সব ধরণের পানের বাজার স্থগিত

বিশেষ প্রতিনিধি।।
করোনা ইস্যুতে কক্সবাজারের মহেশখালী দ্বীপের সব ধরণের পানের বাজার স্থগিত ঘোষণা করেছেন প্রশাসন। মহেশখালীতে দুই নারীসহ পর পর মোট ৮ জন করোনা রোগী শনাক্ত হওয়ার পটভূমিতে করোনাভাইরাসের সামাজিক সংক্রমণ ঠেকাতে প্রশাসন এ উদ্যোগ নেন। ভাইরাস আক্রান্ত রোগীদের মধ্যে একাধিক ব্যক্তি পান ব্যবসার সাথে জড়িত। পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত দ্বীপের বৃহৎ পানের হাট বড় মহেশখালীর পানের বাজারসহ সব ধরণের পানের হাট ও বাজার বন্ধ থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। এ নিয়ে প্রশাসনের তরফে ২৫ এপ্রিল (শনিবার) মহেশখালীর বিভিন্ন স্থানে প্রচারণা মাইকিংও চালানো হয়।