Advertisement


মাতারবাড়িতে চাঁদা না দেয়ায় দোকান ভাংচুরের অভিযোগ

বার্তা পরিবেশক :
মহেশখালীর মাতারবাড়ি নতুন বাজারে চাদাঁ না দেয়ায় এক ব্যবসায়ীর দোকানে হামলা ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্থ এই ব্যবসায়ী হলেন আমজাদ হোসেন। এই হামলায় ব্যাপক ভাংচুর চালিয়ে প্রায় একলাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। আমজাদ ইউনিয়নের সিকাদার পাড়ার মৃত হাফেজ আহাম্মদের ছেলে। ৮ জুলাই (বুধবার) দুপুর ২টার দিকে এ হামলার ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী আমজাদ হোসেন ১৯৮০ সাল থেকে নতুন বাজারে তার পৈত্রিকসূত্রে পাওয়া উক্ত জায়গায় দোকান ঘর তৈরী করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এছাড়াও বাজারে তার আরো ৩টি দোকান ঘর রয়েছে। উক্ত দোকান ঘর জবর দখল করতে একই এলাকার মৃত শামসুল হুদার ছেলে ও বদর উদ্দিন,তার সহযোগি মতিউর রহমানসহ ১০/১২জনের একটি গ্রæপ দেশীয় ও ধারালো অস্ত্র নিয়ে ব্যবসায়ী আমজাদ হোসেনের দোকানঘরে এসে চাদাঁ দাবী করে। এ সময় দোকানের দায়িত্বে থাকা তৌহিদ করিম টিপু চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসিরা হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটসহ লাঞ্চিত করে। পরে দোকান ঘরে হামলা ও মারপিঠের খবর পেয়ে আত্মীয় স্বজন ঘটনাস্থলে আসলে দুর্বৃত্ত হামলাকারীরা পালিয়ে যায়। এ রির্পোট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়। এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ দিদারুল ফেরদৌস বলেন, অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।