Advertisement


সংবাদ প্রকাশের পর ভাঙা অংশটির সংস্কার শুরু ::

নিজস্ব প্রতিবেদক

মহেশখালীর সব খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে টনক নড়েছে কর্তৃপক্ষের। গত ১৩ জুলাই আধারঁঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের ভাঙা অংশ নিয়ে খবর প্রকাশ করে  মহেশখালী পাঠক নন্দিত অনলাইন দৈনিক “মহেশখালীর সব খবর”।  এ খবর প্রকাশের এক সপ্তাহ পর গতকাল থেকে রাস্তাটির ভাঙা অংশের মেরামত কাজ  শুরু করেছে সংশ্লিষ্ট বিভাগ ।

স্থানীয় এলাকাবাসী মাঈনুল ইসলাম শরীফ জানান, স্কুলের পাশে ভাঙ্গা অংশটি অনেকদিন ধরে পড়ে থাকলেও কারও নজরে আসেনি। ফলে স্কুলসহ কালভার্টটি ঝুঁকিতে ছিল।  এতদিন পর কাজ শুরু হওয়াতে আমরা খুশি।

রোড় এন্ড হাইওয়ে অথরিটির মহেশখালী সড়ক সংস্কারের দায়িত্ব প্রাপ্ত কন্টাক্টর মোঃ আয়ুব বলেন,  “আসলে আমরা একযোগে কাজ করতে ছোট ছোট ভাঙ্গা গুলো তেমন চোখে পড়ে না।  তা নজরে আসার সাথে সাথে আমরা কাজ শুরে করেছি।”