Advertisement


মাতারবাড়ির শিশু আবিদকে খুঁজে পাওয়া যাচ্ছে না

বার্তা পরিবেশক।। 
ছবিতে দেখতে পাওয়া মাতারবাড়ির এই শিশুটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বুধবার বিকেল থেকে শিশুটি নিখোঁজ হয়। কেউ শিশুটির সন্ধান পেলে তার পরিবারকে খবর দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। 

০১৮৩৬ ৫০৫ ২৫৪ নম্বরের একজন ফোন ব্যবহারকারি মোহাম্মদ সাকিব। তিনি আমাদেরকে জানান -মাতারবাড়ি আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র মোঃ আবিদ (বয়স ১২)কে ১৫ জুলাই (বুধবার) বিকাল ৫টা হতে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিভিন্ন জায়গায় খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি। শিশু আবিদ মাতারবাড়ির মশরফ আলী সিকদার পাড়ার বাদশার বর নাতি আব্দুরাজ্জাকের পুত্র। 

কোন হৃদয়বান ব্যাক্তি শিশুটির খোঁজ পেলে নাম্বারে জানানোর অনুরোধ করা হচ্ছে। 

যোগাযোগঃ 01629 584 729