Advertisement


মহেশখালীর ৭০ পরিবারে সরকারি বাড়ির চাবি

এম বশির উল্লাহ।।
মহেশখালী কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিক  বলেন,  সরকার দেশে একজনও গৃহহীন রাখবেনা  প্রতিটি গৃহহীনদের খুঁজে বাসস্থানের ব্যবস্থা করে দিবে। সেই লক্ষে মহেশখালী উপজেলার বেশ কটি আশ্রয়ণ প্রকল্পের পাশাপাশি সরকারি ভাবে গৃহহীনদের বাড়ি তৈরি করে দিয়ে প্রধানমন্ত্রী যে মহানুভবতা পরিচয় দিয়েছেন মহেশখালী বাসি তা  আজিবন স্বরণ রাখবে শেখ হাসিনাকে। সরকারের অঙ্গিকার ছিলো যার জমি আছে তাকেই ঘরে করে দিবে বিনা পয়সায়। ৭ আগস্ট শুক্রবার বিকালে মহেশখালী উপজেলার কুতুবজোমে প্রধানমন্ত্রীর বিশেষ আশ্রয়ণ প্রকল্প ২ এর ঘরের চাবি হস্তান্তর অনুষ্টানে এসব কথা বলেন।

সুত্রে জানা যায়, ২০১৮ সালে বাংলাদেশ নৌ বাহিনীর তত্তাবধানে  ঘটিভাঙ্গার ডেমমুহিনি পাড়ায় এই আশ্রয়ণ প্রকল্প ২ এর  নির্মাণ কাজ শুরু করে  চলিত বছরের মার্চে তা শেষ হয়।

ইতিমধ্যে ওই প্রকল্পের অধিনে  গৃহহীন ৭০ পরিবারের  মাঝে ঘরের চাবি  প্রদান করা হয়।
এই অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন ইউএনও জামিরুল ইসলাম, সহকারি কমিশনার ভূমি সুইচিং মং মারমা, কুতু্বজোম ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।