Advertisement


সমাবেশে সেতুর দাবীতে প্রতীকী লাশ নিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ স্বপ্নযাত্রীর


মহেশখালী-কক্সবাজার সেতুর দাবীতে মহেশখালী উন্নয়ন পরিষদ ও সেতু চাই আন্দোলনের পূর্বঘোষিত সমাবেশ শুরু চলছে। ইতিমধ্যে সমাবেশস্থলে কয়েকশ লোকজন দাবীর পক্ষে জড়ো হয়েছেন। এছাড়া সমাবেশে নিজ নিজ ব্যানার যোগে যোগ দিয়েছে আরও বেশ কয়েকটি সংগঠনের লোকজন। এসব সংগঠনের মধ্যে সেতুর দাবীতে প্রতিকী লাশ নিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ দেখিয়েছে জয়বাংলা ইয়ুথ এওয়ার্ড পাওয়া সামাজিক সংগঠন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন। 

///এ.ডি./এস.ই///