Advertisement


মানববন্ধন থেকে যে ৭ দফা দাবী দিলো সেতু আন্দোলনকারীরা


সব খবর রিপোর্ট।।

গতকাল মঙ্গলবার মহেশখালী-কক্সবাজার সংযোগ সেতুর দাবীতে মৌন মিছিল ও মানববন্ধন করেছে মহেশখালীর জনসাধারণ। মহেশখালী উন্নয়ন পরিষদ ও সেতু চাই আন্দোলনের যৌথ উদ্যেগে অনুষ্টিত ঐ সমাবেশ থেকে আন্দোলনকারীরা  ৭ টি দাবী দিয়েছে। 

দাবী গুলো হল-

১। মহেশখালী টু কক্সবাজার নৌ পারাপারে সেতু স্থাপন করতে হবে এবং যত দ্রুত সম্ভব তা বাস্তবায়ন করতে হবে।

২। জরাজীর্ণ ও মেয়াদ উর্ত্তীন ইঞ্জিন চালিত নৌকা জেটি ঘাট থেকে প্রত্যাহার করতে হবে। এবং দক্ষ ও প্রশিক্ষণ প্রাপ্ত ড্রাইভার দ্বারা যাথায়াতের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৩। রাতে চলাচল করা বোড গুলিতে সিগন্যাল লাইটের ব্যবস্থা করতে হবে এবং পারাপারের উভয় পাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে।

৪।পারাপারের সময় অতিরিক্ত টোল আদায় পরিমাপ যন্ত্র স্থাপন ও টোল আদায়ের রশিদ দিতে হবে।

৫। সেতু স্থাপন বিলম্ব হইলে ফেরি পারাপারের ব্যবস্থা করতে হবে। মহেশখালী কক্সবাজার নৌ পথে নৌ পুলিশের ব্যবস্থা থাকতে হবে।

৬। নৌ র্দূঘটনায় সাগরে কোন মানুষ ডুবে গেলে সাথে সাথে প্রশাসনের সহায়তায় ঘাট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত উদ্ধারের ব্যবস্থা করতে হবে।

৭। উভয় পারাপারের পার্শ্বে স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।


///এ.ডি///এস/ই//