Advertisement


প্রকাশিত সংবাদে মাতারবাড়ির জালালের প্রতিবাদ

ফেইজবুক ফেইজসহ বিভিন্ন মাধ্যমে মাতারবাড়ীর জালাল আহমদ নামের একজন লাকড়ি ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ।

গত ৩০,৩১আগস্ট এবং ২সেপ্টেম্বর তারিখে মহেশখালি উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের পুরান বাজার এলাকার মৃত ফরিদ আলমের ছেলে জালাল আহমদের বিরুদ্ধে  ফেইজবুক ফেইজ দৈনিক মাতারবাড়ী "তে  জালাল ইয়াবা ব্যবসায়ী সে প্রশাসনের ধরাছোয়ার বাইরে কেন"বলে প্রকাশিত হয়। উক্ত সংবাদটি প্রচার হওয়ার সাথে সাথে আমার দৃষ্টিগোচর হয়। উক্ত সংবাদেসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার করে আমার মানসম্মান ক্ষুন্ন করার পায়তারা চালাচ্ছে একটি কুচক্রী মহল। আমি সুষ্টু তদন্তপূর্বক প্রশাসনের কাছে উক্ত মিথ্যা ভিত্তিহীন ভাবে প্রকাশিত ফেইজবুক এস্ট্যাটাসের বিচার চাই। যাহা বাস্তবতার সাথে কোন মিল নেই। একজন দিন মজুর ও সামান্য ক্ষুদ্র লাকড়ির ব্যবসা করে কোন মতে জীবিকা নির্বাহ করি ।  সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে উদ্যোশ্য প্রণোদিত ভাবে মিথ্যা সংবাদ চাপিয়ে এলাকার শান্ত পরিবেশকে অশান্ত করা ছাড়া আর কিছুই নয়।  উক্ত মিথ্যা সংবাদের বিষয়ে স্থানীয় প্রশাসন এবং সচেতন মহলকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত আবেদন জানাচ্ছি।

প্রতিবাদকারী:-জালাল আহমদ
পিতা:-মৃত ফরিদ আলম।
ইউ:-মাতারবাড়ী, উপজেলা:-মহেশখালী।