Advertisement


বছর পেরুলো ‘আলোর পাঠশালা’


অসীম দাশ।।

‘শুদ্ধ, সুন্দর মানুষের জন্য, নির্ভীক জ্বলে উঠি সত্যে’ এমন স্লোগানে পথচলার এক বছর পূর্ণ করলো আলোর পাঠশালা। প্রতিষ্ঠার দিনটিকে স্বরণীয় করে রাখতে আয়োজন করা হয়েছিল শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার।

গত ৮ অক্টোবর উদযাপনের ঐ দিনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আখতার কামাল। এতে লাইব্রেরীটির পক্ষে বক্তব্য রাখেন উদ্যেক্তাদের একজন কামরুল হাসান। বণার্ঢ্য ঐ আয়োজনে লাইব্রেরিটির উদ্যেক্তা, পাঠক ও শুভানুধায়ীসহ উপস্থিত ছিলেন এলাকার লোকজনও।

প্রসঙ্গত: শিশু থেকে শুরু করে সব বয়সি মানুষকে বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে গেল বছরের ঐদিনে মহেশখালীতে যাত্রা শুরু করেছিল আলোর পাঠশালা নামে ব্যতিক্রমি ঐ লাইব্রেরী। পানিরছড়ার ৩৫ উদ্যমী তরুণের হাত ধরে গড়ে উঠা এই লাইব্রেরীর বর্তমান সদস্য সংখ্যা প্রায় আড়াইশো জন। ইতিমধ্যেই উপজেলা জুড়ে আলো ছড়িয়েছে লাইব্রেরীটি।