Advertisement


ঘাটের কক্সবাজার প্রান্তে যাত্রীদের ভিড়, অসহায় লোকজন


নিউজরুম এডিটর।।
আজ বৃস্পতিবার। কাল সরকারি ছুটি। তাই চাকরিজীবী লোকজন মহেশখালীর ঘরমুখো। এ অবস্থায় বাড়ি ফেরার জন্য কক্সবাজারের ঘাটে এসে পারাপারের বোট পাচ্ছে না লোকজন। ঘাট সংশ্লিষ্ট লোকজনের কাছে বোট চেয়েও কোনো প্রকার প্রতিকারের বদলে চরম দুর্ব্যবহার পাচ্ছে বলে অনেকেই অভিযোগ জানাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘাটে অসখ্য নারী পুরুষের রয়েছে বলে আমাদের এক সংবাদদাতা জানিয়েছেন। ঘটনাস্থলে গিয়ে তিনি ঘাট সংশ্লিষ্ট লোকজন কর্তৃক দুর্ব্যবহারেরও সাক্ষাত প্রমাণ পেয়েছেন বলে জানান। 

এ অবস্থায় বিষয়টির দ্রুত প্রতিকার দাবি করেছেন ঘাটে থাকা ভুক্তভোগী যাত্রীরা। দ্রুত সময়ের মধ্যে জনর্দূভোগ বিবেচনায় জরুরি বোটের ব্যবস্থা করাও দাবি জানাচ্ছেন তারা। 


জানাগছে -সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে এ রুটে রাতে নৌ চলাচল স্থগীত রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। প্রশাসনের এ সিদ্ধান্তটি যৌক্তিক হলেও অনেকে প্রাত্যহিক বাস্তবতা বিবেচনায় রাতে নিরাপদ বোট চালু রাখার পক্ষে অভিমত জানাচ্ছেন। তবে অভিজ্ঞদের অভিমত -মানুষের উচিত রাতে যাতায়াত করার জন্য বসে না থেকে নির্বাচিত সময়ে যাতায়াতের অভ্যাস গড়ে তোলা।