Advertisement


লাশের ময়নাতদন্ত সম্পন্ন -ওসি মহেশখালী

স্টাফ রিপোর্টার ।। মহেশখালীর কালারমার ছড়ায় ঠাণ্ডা মাথায় খুন হওয়া গৃহবধূর লাশের ময়না তদন্ত শেষ হয়েছে। একই সাথে ঘাতকদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। -জানিয়েছেন মহেশখালী থানার ওসি মোঃ আবদুল হাই। 

মহেশখালীর সব খবরকে ওসি জানান -পুলিশের অনুসন্ধানে পাওয়া তথ্যের সূত্রধরে গতকাল রাতে নিহতের মরদেহ উদ্ধার করার হয়েছে। লাশ উদ্ধার করার পর তা পুলিশ হেফাজতে নিয়ে এসে লাশের ছুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন পুলিশ। পরে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয় ওই গৃহবধূর মরদেহ। আজ দুপুরের আগেই ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। ওসি জানান -ময়না তদন্তের পর হাসপাতাল থেকে লাশ ছাড় দেওয়া হলে নিহতের আত্মিয়রা মরদেহ তাদের হেফাজতে নিয়ে পরিবারে নিয়ে যায়। ওখানে স্থানীয় ভাবে জানাজা শেষে লাশটি দাফন করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। 

ওসি আরও জানায় -এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে পুলিশ ইতোমধ্যে মাঠে রয়েছে, প্রযুক্তিসহ পুলিশ প্রক্রিয়া ব্যবহার করে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।