Advertisement


অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ, বদরখালী বাজার কমিটি বাতিল


রকিয়ত উল্লাহ।।।

নানা অনিয়ম ও অব্যবস্থাপনায় বদরখালী বাজার কমিটি বাতিল করেছে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরিজ। 

গত ১০ই নভেম্বর উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষরিত এক পত্রে  উক্ত বাজার কমিটি বাতিল করেন। বদরখালী বাজার ইজারাদার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লিখিত আবেদনের সূত্রে বর্তমান বদরখালীর বাজার এর  ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে হাটবাজারে সরকারি জায়গায় শেড নির্মাণ,অবৈধ ভাবে দোকান বরাদ্দ দেওয়া,হাটবাজার নীতিমালা শর্তলংঘন ও ইজরাদার কর্তৃক টোল আদায়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংবাদে  প্রকাশিত হওয়ায় প্রতিবেদনে উপজেলা হাটবাজার ব্যবস্থাপনা কমিটির প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়ায় প্রাথমিক ভাবে বদরখালী বাজার কমিটি বাতিল করেন। পরর্বতী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত কমিটি বাতিল বলে পত্রে উল্লেখ করেন।  এদিকে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠে বাজার পরিচালনা কমিটির সভাপতি বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর ও সাধারন সম্পাদক মৌলভী মনজুরের বিরুদ্ধে। বদরখালীর ইতিহাসের সর্বপ্রথম বাজার পরিচালনা কমিটি বাতিল করেছে চকরিয়া উপজেলা প্রশাসন।এদিকে কমিটি বাতিল করায় স্বস্তি প্রকাশ করেছে ব্যবসায়ীরা ও জনসাধারণ।