Advertisement


মহেশখালীতে শুভসংঘ’র ‘অনর মাস্ক হড়ে’ ক্যাম্পেইন


নিজস্ব প্রতিবেদক।।

দ্বিতীয় দফার করোনা পরিস্থিতিতে মাস্ক ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিতে কক্সবাজারের মহেশখালী উপজেলায় পথচারী, রিকশাচালক ও নিম্ন আয়ের মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘের বন্ধুরা। আঞ্চলিক ভাষায় 'অনর মাস্ক হড়ে?'-এই স্লোগানে শনিবার বিকেলে পৌর এলাকার চৌরাস্তা মোড়ে শুভসংঘ মহেশখালী শাখার উদ্যোগে পালন করা হয় ওই মাস্ক বিতরণ কর্মসূচি।



এসময় উপস্থিত ছিলেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: আবদুল হাই, ওসি(তদন্ত) মো: আশিক ইকবাল, পৌর শ্রমিক লীগের সভাপতি রিপন উদ্দীন রিপন, মহেশখালীর সব খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক এম বশির উল্লাহ, কক্সবাজার প্রতিদিনের সাংবাদিক তারেক আজিজ, রিপোর্টাস ইউনিটি মহেশখালীর সভাপতি এম এনামুল হক, কালের কণ্ঠ শুভসংঘের কেন্দ্রীয় কমিটির কার্যনিবার্হী সদস্য অসীম দাশ গুপ্ত, শুভসংঘ মহেশখালী শাখার আহবায়ক আরিফ বিন ছালেহ, সদস্য সচির নাজমুস সাকিব প্রমুখ।



মাস্ক ব্যবহারে সাধারণ মানুষকে সচেতন করতে শুভসংঘ মহেশখালী শাখার মাস্ক বিতরণ কর্মসূচিকে সাধুবাদ জানিয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবদুল হাই বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহারে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে শুভসংঘের পাশাপাশি অনান্য সংগঠনেরও এগিয়ে আসা উচিত।