Advertisement


ধলঘাটায় ভেঙে পড়লো কালভার্ট, জনদুর্ভোগে গ্রামবাসী




এ.এম হোবাইব সজীব।।

মহেশখালীর মাতারবাড়ী -ধলঘাটা প্রধান সড়কের মুহুরী ঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কের কালভার্ট ধসে পড়ে সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে যানচলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে ওই এলাকার বাসিন্দারা। শনিবার (৭ নভেম্বার) বিকালে সরেজমিনে গিয়ে এমন চিত্র চোখে পড়ে প্রতিবেদকের কাছে। 
জানাগেছে, দীর্ঘদিনের পুরানো নড়ে বড়ে কালভার্টটির পাশের মাটি সরে গেলে তা ধসে পড়ে ভেঙে যায়। এলাকাবাসীর অভিযোগ, কালভার্টটি বিভিন্ন সময় নষ্ট হয়ে পড়লেও সংশ্লিষ্টরা মেরামত করতে কোন পদক্ষেপ নেননি। ফলে কালভার্টটি এখন হঠাৎ ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

স্থানীয় ইউপি সদস্য নবীর হোসেন জানান, “জরুরী ভিত্তিতে অন্তত পাটাতন দিয়ে হলেও কালভাটটি দিয়ে যানচলাচলের উপযোগি করে জনদূর্ভোগ লাগব করা জরুরী।”

এবিষয়ে ধলঘাটার ইউপি চেয়ারম্যান কামরুল হাসান বলেন, “কালভার্টটি ভেঙে পড়ায় আমার এলাকার বাসিন্দাদের সীমাহীন কষ্ট হচ্ছে। ভেঙে যাওয়া কালভার্টের উপর পাটাতন দিয়ে হলেও জনদূর্ভোগ লাগব করা হবে কয়েক দিনের মধ্যে।”
টেকসই কালভার্ট করার জন্য উপজেলা প্রকৌশলী সাথে কথা হয়েছে।-আরও জানান তিনি।