Advertisement


মহেশখালীর বিভিন্ন প্রজাতির গাছ ও বাঁশের নার্সারী পরিদর্শনে বন সংরক্ষক


রকিয়ত উল্লাহ।।

চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের আওয়াতাধীন মহেশখালীর  বিভিন্ন গাছ ও বাঁশের নার্সারী পরিদর্শনে আসলেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আব্দুল আউয়াল সরকার।

গতকাল ১১ই নভেম্বর  চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের অধীন মহেশখালী রেঞ্জের শাপলাপুর বিটে ২০১৯-২০২০ আর্থিক সনে সুফল প্রকল্পের আওতায় সৃজিত ৪০.০ হেঃ দ্রুত বর্ধনশীল মিশ্র বাগান,২৫.০ হেঃ এনরিচমেন্ট বাগান এবং চলতি ২০২০-২১ আর্থিক সনে সৃজনের জন্য ২০১৯-২০২০ আর্থিক সনে উত্তোলিত এনরিচমেন্ট বাগানের নার্সারী ও বাঁশ বাগানের নার্সারী পরিদর্শন করেন।  উক্ত সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম  বিভাগীয় বন কর্মকর্তা এস,এম,গোলাম মওলা,মহেশখালী রেঞ্জ অফিসার অভিজিৎ কুমার বড়ুয়া,শাপলাপুর বিট অফিসার রাজিব ইব্রাহিম সহ    বন বিভাগের ও অন্যান্য কর্মচারীরা।এদিকে বাগান পরিদর্শনে এসে সন্তোষ প্রকাশ করেন বলে জানা যায়।