Advertisement


মহেশখালীতে টমটম গাড়ি জব্দে ভ্রাম্যমাণ আদালত


আ ন ম হাসান।।
উপজেলার পৌরসভা ও বড় মহেশখালী নতুন বাজার এলাকায় অবৈধ ফিটনেসবিহীন টমটম ও মিশুক গাড়ি, এবং অদক্ষ-অপ্রাপ্ত বয়স্ক ড্রাইভারদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয় ৷

১৮নভেম্বর বুধবার মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহ্ফুজর রহমান ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন ৷

অভিযানে ভ্রাম্যমাণ আদালত সাতটি মিশুক ও টমটম গাড়ি জব্দ করা হয় ৷

খবরের সূত্রে জানা যায়, সম্প্রতি মহেশখালী উপজেলায় অবৈধ টমটম ও মিশুক গাড়ি বেড়েছে গণহারে। একদিকে যেমন অবৈধ টমটম চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর মাত্রা বেড়েছে, অপরদিকে অদক্ষ অপ্রাপ্ত বয়স্ক ১৮ বছরের নিচে ড্রাইভারদের সংখ্যা বেড়ে চলেছে গণহারে ৷

যার ফলে অবৈধ টমটম ও মিশুক গাড়ির ছড়াছড়িতে যেমনি যানজটের সৃষ্টি হচ্ছে, তেমনি ঘটছে প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনা।

প্রতিদিন মহেশখালীর বিভিন্ন জায়গায় দূর্ঘটনায় আহত হচ্ছে শত শত সাধারণ মানুষ, কেউ কেউ গুরুতর আহত হয়ে চিরকালের জন্য পঙ্গুত্ব বরণ করছে, অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়ছে। 

গত ১৭নভেম্বর উপজেলার কালারমারছড়ায় ৭বছরের এক শিশু টমটম দূর্ঘটনায় নিহত হয় ৷

এর আগে গত ১৭অক্টোবর রাতে বড় মহেশখালীর শুকরিয়া পাড়া মোটরসাইকেল-মিশুকের সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারায় মোঃ সাগর (১৮) নামে এক যুবক ৷

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, উপজেলা প্রশাসন মহেশখালীতে ইতোপূর্বে  অবৈধ টমটম ও মিশুক, এবং অদক্ষ, অপ্রাপ্ত বয়স্ক চালকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছি ৷ এরি ধারাবাহিকতায় পৌরসভা ও বড় মহেশখালীর নতুন বাজারে অভিযান পরিচালনা করা হয় ৷ অভিযানে অপ্রাপ্ত বয়স্ক, অদক্ষ ড্রাইভারদের কাছ থেকে সাতটি টমটম ও মিশুক গাড়ি জব্দ করা হয় ৷ 

সেইসাথে উপজেলা প্রশাসন জনপ্রতিনিধি, মালিক সমিতিদের নিয়ে আলোচনা করে ড্রাইভারদের প্রশিক্ষণ ও অপ্রাপ্ত বয়স্কদের গাড়ি না দেয়া সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিবে ৷

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন- মহেশখালী থানার সেকেন্ড অফিসার মফিজুল সহ পুলিশ ও আনসার সদস্যরা।

সর্বশেষ খবর মতে জব্দকৃত টমটম ও মিশুক গাড়িগুলো মহেশখালী থানায় আটক রয়েছে ৷এবং ড্রাইভারদের ছেড়ে দেওয়া হয়েছে।