Advertisement


সংবাদ প্রকাশে পর ধলঘাটার কালভার্টের কাজ সম্পন্ন


হোবাইব সজীব।।
 অবশেষে টনক নড়েছে কর্তৃপক্ষের।  শুক্রবার মহেশখালী সবখবরসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর মেরামতের কাজ শুরু হয়েছে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী-ধলঘাটা প্রধান সড়কের মুহুরী ঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানিরছড়া ব্রীজটি। জানাগেছে, উপজেলার ধলঘাটা প্রধান সড়কে নদীতে ভেঙে পড়া ব্রিজের উপর পাটাতন দিয়ে কাজ শেষ হয়েছে। ফলে আজ রবিবার (৮ নভেম্বার) বিকাল ৫ টা থেকে এই ব্রিজটি দিয়ে যানচলাচল শুরু হয়েছে। তবে ভারীযানবাহন ছাড়া হালকা যাত্রীবাহী যান চলাচল করতে পারবে। ভেঙে পড়ার ৭দিন পর এই ব্রিজটির পাটাতন বসানোর কাজ শেষ হলো। ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান সাংবাদিকদের এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি আরোও বলেন, এই ব্রিজ ভাঙার পর গাড়ি চলাচল সহ সাধারণ মানুষের দূর্ভোগ চলছিল। জরুরী ভিত্তিতে ব্রিজ নির্মাণের দায়িত্ব সংশ্লিষ্ট প্রশাসন এবং কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ দায়িত্ব নেওয়ার কথা থাকলেও তারা কাজ শুরু করতে না পারাই নিজ উদ্যোগেই ব্রিজ মেরামত করেছি। তবে সংস্কারকৃত ব্রিজ দিয়ে আপাদত হাল্কা জান এবং সাধারণ জনগণ চলাচলের জন্য করা হয়েছে। এলজিইডি মাধ্যমে টেকশই ব্রিজ নির্মান না হওয়া পর্যন্ত কোন ধরনের ভারি যানবাহন চলাচল করলে আবারও ধসে যেতে পারে।