Advertisement


বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ো মহেশখালী পাবলিক লাইব্রেরির নবনির্বাচিত কমিটির কার্যক্রম শুরু


নিউজরুম।। মহেশখালী উপজেলা সদরের প্রশাসনিক এলাকায় স্থপিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির ম্যুরালে ফুল দিয়ে 'পাবলিক লাইব্ররী, মহেশখালী' নব-নির্বাচিত পরিচলনা কমিটি তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন।

জানাগেছে -বৃহস্পতিবার সন্ধ্যায় নব-নির্বাচিত কার্যকরি কমিটির সকলে ফুল নিয়ে মুর‌্যালের বেদিতে সমবেত হন। পরে তারা বেদিতে সশ্রদ্ধ পুষ্প উপস্থাপন করে আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর ঘোষণা দেন। 


এরপর নেতৃবৃন্দ মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ও 'পাবলিক লাইব্ররী, মহেশখালী'র পরিচলনা কমিটির সভাপতি মো. মাহফুজুর রহমান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুইচিং মং মার্মার সাথে সৌজন্য আলাপে মিলিত হন। এ সময় কমিটির অানুষ্ঠানিক অভিষেক যাত্রা উপলক্ষে পুষ্প বিনিময় করেন। 


আলাপকালে লাইব্রেরির সার্বিক বিষয় নিয়ে বিভিন্ন আলোচনা হয় বলেও সূত্রে প্রকাশ।