রকিয়ত উল্লাহ।।
কক্সবাজারের মহেশখালীর কয়েকটি চ্যানেলে মহেশখালী উপজেলা মৎস অফিসারের নেতৃত্বে ও কোস্ট গার্ডের সহয়তায় অভিযান চালিয়ে ১০ টি অবৈধ বেহুন্দি ও ক্ষতিকর জাল জব্দ করা হয়।
আজ ১৩ই জানুয়ারী বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এসময় জব্দকৃত ১০টি বেহুন্দি জাল কোস্ট গার্ড ও জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মহেশখালী উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আব্দুর রহমান খান জানান, মৎস অধিদপ্তরের বিশেষ কম্বিং অপারেশনে আজ চতুর্থ দিনে মহেশখালীর কয়েকটি চ্যানেলে অভিযান চালিয়ে অবৈধ ১০টি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। আর জেলেদেরকে সরকারী আইন মেনে মৎস্য শিকার করার জন্য অনুরোধ করা হয়।