নিজস্ব প্রতিবেদক।।
উপজেলা পর্যায়ে জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে মহেশখালীতে খাদ্যের নিরাপদতা শীর্ষক এক সেমিনার অনুষ্টিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্টিত হয়। জেলা নিরপাদ খাদ্য অফিসার ফারজিয়া হকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান।
সেমিনারের শুরুতে নিরাপদ খাদ্য বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার ফারজিয়া হক। এরপর সেমিনারে অংশগ্রহণকারী সাংবাদিক, ভোক্তা ও ব্যবসায়ীরা মুক্ত আলোচনায় অংশ নেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমানের বক্তব্যের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি ঘটে।
//অসীম///