মোহাম্মদ আবু তাহের।।
মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নের মুন্সিরডেইলে গতকাল পূর্ব শত্রুতার জের ধরে আবদুল গফুর (৩৫) নামের এক পানচাষীকে প্রকাশ্য কুপিয়ে হত্যার ঘটনায় বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ বিকালে শতাদিক নারী-পুরুষের ঐ বিক্ষোভ মিছিলটি বড় মহেশখালী হয়ে উপজেলাপরিষদ এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে। পরে মহেশখালী থানার ওসি(তদন্ত) আশিক ইকবালের আশ্বাসে বিক্ষোভকারীরা বাড়ি ফেরেন। এদিকে এ ঘটনায় আজ মহেশখালী থানায় ৮ জনের (৮ জনের নাম উল্লেখ করে) বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মহেশখালী থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই বাপ্পী সর্দ্দার বলেন, “আবদুল গফুর হত্যাকান্ড নিয়ে ০৮ জনের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে, আসামীদের গ্রেপ্তারে পুলিশের সাড়াশি অভিযান অব্যহত রয়েছে।”