Advertisement


শীতবস্ত্র বিতরণ ও কেক কেটে কালের কণ্ঠ’র ১২তম জন্মদিন পালন


নিজস্ব প্রতিবেদক।।

মহেশখালীতে দৈনিক কালের কণ্ঠের ১২তম জন্মদিন পালিত হয়েছে। রবিবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়ন পরিষদ হলরুমে কালের কণ্ঠ’র পাঠক সংগঠন শুভসংঘের উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা ও শিশুদের শিত বস্ত্র বিতরণের আয়োজন করা হয়।


শুভসংঘ’র মহেশখালী শাখার আহবায়ক আরিফ বিন ছালেহ’র সঞ্চালনায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুভসংঘ’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অসীম দাশ গুপ্ত। এতে প্রধান অতিথি ছিলেন কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন, বিশেষ অতিথি ছিলেন মহেশখালী থানার ওসি(তদন্ত) আশিক ইকবাল এবং মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ। এতে অন্যদের মাঝে বক্তব্য রাখেন মহেশখালী প্রেস ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ভোরের কাগজ প্রতনিধি এম বশির উল্লাহ, শুভসংঘ মহেশখালী শাখার যুগ্ম আহবায়ক জসীম উদ্দীন, ছাত্রলীগ নেতা এরফানুল হক।


আলোচনা সভায় বক্তারা বলেন, আংশিক নয়, পুরো সত্য- এমন শ্লোগানের সঙ্গে মিল রেখেই কালের কণ্ঠ এগিয়ে যাচ্ছে। তাই জনপ্রিয় এই দৈনিকের পাঠক সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। শুধু তাই নয়, সামাজিক দ্বায়বদ্ধতা থেকেও কালের কণ্ঠ অবহেলিত জনগোষ্ঠীর শিশুসহ ‘শুভ কাজে সবার পাশে’ রয়েছে।