[ ঢাকার পেশাদার আলোকচিত্রি তারেক মাহমুদ। সম্প্রতি তিনি মহেশখালী এসেছিলেন ছবি তুলতে -তবে মনমতো ছবি নিয়ে যেতে পারেননি। এ নিয়ে তিনি তার ফেসবুক ওয়ালে তোলা ছবিসহ একটি পোস্ট করেছেন। সে লেখা ও ছবিগুলো তার মত নিয়েই প্রকাশ করা হলো। ]
ভোলা ট্যুরে দিব্বি ভালো ভাবে ড্রোন ফ্লাই করলেও মহেশখালী গিয়ে দেখি গিম্বল আবার প্রব্লেম করছে এবং ক্যামেরার কোন কন্ট্রোল কাজ করছে না। কাত হয়ে বসে আছে ড্রোন ক্যামেরা, নড়েচড়ে না -কোন কমান্ড নেয় না।
এতদুর গেলাম, তার উপর এই ফ্রেম তোলার অনেক দিনের ইচ্ছে ছিলো ।
কি আর করা! নষ্ট গিম্বল দিয়েই টপাটপ কয়েকটা ক্লিক মেরে ড্রোন নামিয়ে ফেললাম, কারণ কানেকশানও প্রোব্লেম দিচ্ছিলো, ড্রোন স্টাবেল হয় না এক জায়গায়, দৌঁড়াইতে থাকে ।
তাই আমি যে ফ্রেম চেয়েছিলাম, সেগুলো তুলতে পারিনি, কোন ভিডিও ফুটেজও নিতে পারিনি, ৪-৫টা ক্লিক করতে পেরেছি মাত্র ।
মহেশখালীতে তোলা সবগুলো ছবির এ এলবাম।