আবদুর রহমান রিটন।। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাতারবাড়িতে এ পর্যন্ত ৩ জন নিহত ও অন্ততঃ ৮ জন আহত হওয়ার খবর নিশ্চিত হওয়াগেছে। সংশ্লিষ্টদের পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আহতদের অনেকই চট্টগ্রামসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধিন।
নিহতরা হলেন -মোহাম্মদ আহসান (১২) পিতাঃ জাহাঙ্গীর আলম। ঠিকানা- দক্ষিণ মিয়াজীর পাড়া, মাতারবাড়ি।
এমদাদুল রহমান (১০) পিতা: আজিজুর রহমান, ঠিকানা- বলির পাড়া, ৫নং ওয়ার্ড, মাতারবাড়ি।
বেলুন বিক্রেতা মোহাম্মদ জসিম (২০) ঠিকানাঃ- হারবাঙ, চকরিয়া।
আহত হলেন - মোহাম্মদ নুরী (১৫) পিতাঃ কবির, ঠিকানা- ষাটমারা, শাপলাপুর, মহেশখালী।
জিহাদুল ইসলাম আব্দুল্লাহ (১২), পিতা: কাইছারুল ইসলাম। ঠিকানা- উত্তর রাজঘাট, ৩নং ওয়ার্ড, মাতারবাড়ি।
মো.মারুফ (১২) পিতা: নুর মোহাম্মদ ঠিকানা- নলবিলা, কালারমার ছড়া।
সাদেকুল ইসলাম প্রকাশ রাহাত (১৩) পিতা: ফরিদুল আলম ঠিকানা- সিকদার পাড়া, ১নং ওয়ার্ড, মাতারবাড়ি।
মোঃ নুরী (১৩) পিতা: আব্দুল মন, ঠিকানা- মগডেইল, ৮নং ওয়ার্ড, মাতারবাড়ি।
তুহিন (১৪) পিতা: আব্দুল মোনাফ, ঠিকানা- সিকদার পাড়া, ১নং ওয়ার্ড, মাতারবাড়ি।
জয়নাল আবেদীন (১২) পিতা: বদন, ঠিকানা- পশ্চিম সিকদার পাড়া, মাতারবাড়ি।
আহত আরো ৩-৪ জন আছে বলে জানাগেলোও তাদের নাম পরিচয় জানা যায়নি।
এদিকে সর্বশেষ তথ্যে জানাগেছে ঘটনাস্থলে গোয়েন্দা পুলিশের ক্রাইমসিন ইউনিটের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে কার্যক্রম শুরু করেছে।