Advertisement


আদিনাথ জেটি: ডাস্টবিন ব্যবহারে অনীহা ঘুরতে আসা লোকজনদের


অসীম দাশ।।

সিম্বল অফ মহেশখালী খ্যাত আদিনাথ জেটিতে আবর্জনা ফেলার জন্য বসানো আছে উপজেলা প্রশাসনের দেওয়া নতুন বিন বা বাক্স । সেগুলোর গায়ে ‘আমাকে ব্যবহার করুন’ লেখা থাকলেও এগুলোর যথাযথ ব্যবহার হচ্ছে না। জেটিতে বেড়াতে আসা লোকজন বিনের বাইরেও ময়লা ফেলছে। আজ শুক্রবার সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা ‍গিয়েছে। 


ডাস্টবিন থাকলেও সেখানে ময়লা না ফেলে বাইরে ময়লা ফেলার জন্য লোকজনের অসচেতনতাকে দায়ী করেছেন সাংবাদিক রকিয়ত উল্লাহ। তিনি মহেশখালীর সব খবরকে বলেন, “বেড়াতে আসা লোকজন যদি সচেতন হতো ,তবে জেটি এলাকাটা আরও পরিস্কার থাকতো।”

ক্লান্তি দূর করতে জেটিতে আসা কালের কণ্ঠ-শুভসংঘ’র মহেশখালী শাখার যুগ্ম আহবায়ক শাহারিয়ার কবির জানান, “এখানে যেসব ময়লা দেখা যাচ্ছে, তা ঘুরতে আসা লোকজনরাই ফেলে। তবে বেলা শেষে এখানের ঝালমুড়ি কিংবা বাদাম বিক্রেতারা ময়লাগুলো প্রতিদিন পরিষ্কার করে নিয়ে যায়।”