Advertisement


মহেশখালীতে বসন্ত-ভালোবাসায় ‘চিঠি লেখা’ প্রতিযোগিতা


নিজস্ব প্রতিবেদক।।

বিশ্ব ভালোবাসা দিবসে জমকালো আয়োজন ছিল কালের কণ্ঠ’র পাঠক সংগঠন ‘শুভসংঘ’ মহেশখালী উপজেলা শাখার। ‘ফিরে আসুক চিঠি, ফিরে আসুক আবেগ’ স্লোগানে ভালোবাসার চিঠি লেখা প্রতিযোগিতার আয়োজন করে শুভসংঘের বন্ধুরা। মহেশখালীর প্রধান অনলাইন মহেশখালীর সব খবর’র সহযোগিতায় সিম্বল অফ মহেশখালী খ্যাত ‘অদিনাথ জেটি’ চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক কমরেড দিলীপ দাশ, আলমগীর ফরিদ টেকনিক্যাল কলেজের প্রভাষক প্রদীপ রুদ্র এবং মহেশখালীর সব খবরের সম্পাদক মাহবুব রোকন।

শুভসংঘের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অসীম দাশ গুপ্তের সভাপতিত্বে ভালোবাসা দিবসের আলোচনায় উপস্থিত অতিথিরা বলেন, ইদানীং সব কিছু যেন মেকি মনে হচ্ছে। চিঠি লেখার সংস্কৃতি হারাতে বসেছে। অতীতের স্মৃতি রোমন্থন করে তাঁরা বলেন, এককালের প্রেমের চিঠিগুলোতে সাহিত্য থাকতো। যেটা এখন এসএমএস,ফেইসবুকের যুগে হারাতে বসেছে। ভাষার মাসে মানুষকে সাহিত্য চর্চায় ফেরাতে এমন উদ্যোগ নি:সন্দেহে প্রশসংসনীয়।

আলোচনা শেষে সেরা ৫ জন চিঠি লিখিয়েকে পুরস্কৃত করা হয়। মহেশখালী শুভসংঘের আহবায়ক আরিফ বিন ছালেহ’র সঞ্চালনায় আয়োজনে রিপোটার্স ইউনিটির সভাপতি এম এনামুল হক, সাধারণ সম্পাদক সালমান এম রহমান, শুভসংঘের যুগ্ম আহবায়ক জসীম উদ্দীন, শাহজাহান আরিফ, শাহরিয়ার কবির, সদস্য সচিব নাজমুস সাকিব, সদস্য ইয়াছিন আরাফাদ, ইসরাত মো: শাহাজাহান, আবু শাহেদ, মো: সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।