Advertisement


৫ দিনে মহেশখালীর ৭৬৯ জন নিয়েছেন করোনার টিকা


অসীম দাশ।। মহেশখালীতে প্রাণঘাতি ভাইরাস করোনার টিকা নেওয়ার হার দিন দিন বাড়ছে। শুরুর দিকে এই টিকা নিয়ে নানা গুজবের মধ্যে মানুষের মনে কিছুটা দ্বিধা থাকলেও, এখন সবার মধ্যে এই টিকা নিয়ে নির্ভরতা সৃষ্টি হয়েছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজুর রহমানের দেওয়া এক পরিসংখ্যানে দেখা গেছে গত ৫ দিনে মহেশখালীর ৭৬৯ জন মানুষ এই টিকা গ্রহণ করেছে। এর মধ্যে ১ম দিন টিকা নিয়েছে ৫৮ জন, ২য় দিন ৬৪ জন, ৩য় দিন ৭৯ জন, ৪র্থ দিন ১৯৪ এবং ৫ম দিন ৩৭৪ জন লোক এই টিকা নিয়েছে। 

এর আগে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আব্দুল হাই'র এই টিকা গ্রহণের মধ্য দিয়ে উপজেলায় করোনা ভ্যাক্সিনেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনলাইনে বা সুরক্ষা এপসের মাধ্যমে নিবন্ধন করে ৪০ বছর বা তার বেশি বয়সের যেকেউ করোনা ভাইরাসের এই টিকা নিতে পারবে।