জানা গেছে -আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি ২৮ ফেব্রুয়ারি (রবিবার) সকালে সাংগঠনিক সফরে কক্সবাজারে এসেছেন। রাত পোহালেই ১ মার্চ (সোমবার) বিকেলে ৪ টার সময় মহেশখালী উপজেলার মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখার কথা রয়েছে তার। বিষয়টি নিশ্চিত করেছেন মাতারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এম ছমি উদ্দিন ও সাধারণ সম্পাদক এস এম আবু হায়দার।
কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি’র মাতারবাড়ির সাংগঠনিক সফর অত্যন্ত গুরুত্ব বহন করবে বলে জনসভাকে সফল ও সার্থক করার লক্ষ্যে মহেশখালী- কুতুবদিয়া আসনের সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি’র নেতৃত্বে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত দ্বিতীয় টুঙ্গিপাড়া মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দরসহ সরকারের একাধিক মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। তিনি স্থানীয় জনগণের উদ্দেশ্যে যে বক্তব্য রাখবেন তা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন আলহাজ্ব আশেক উল্লাহ রফিক (এমপি)। মাতারবাড়ির মানুষ অধির আগ্রহে অপেক্ষা করছেন মাহবুবুল আলম হানিফ এমপিকে বরণ করার জন্য।