Advertisement


করোনাঃ মহেশখালীতে ফের কঠোর অবস্থানে প্রশাসন




অসীম দাশ।। করোনার প্রকোপ বেড়েছে, এ অবস্থায় মানুষকে সচেতন করতে মহেশখালীতে আবারও কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন। উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তৎপরতা চালাচ্ছেন; -একই সাথে মানুষকে সচেতন করতে সময়ে সময়ে মাঠে নামছে পুলিশও। মাস্ক না পরার কারণে লোকজনকে গুণতে হচ্ছে জরিমানার টাকাও। 

দেশে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের নির্দেশনার প্রেক্ষিতে মাস্ক পরিধান নিশ্চিত করতে মহেশখালীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। মাস্ক পরিধান না করায় ভ্রাম্যমাণ আদালত এসময় ১২ জনকে ৭৯০০ টাকা জরিমানা করে।

৩১ মার্চ (বুধবার) উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান ।

এসময় মাস্কবিহীন মানুষদের সচেতন এবং সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেয়া হয়। এর আগেও মাস্ক পরা নিশ্চিত করতে কয়েক দফায় মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জনবহুল স্থানগুলোতে অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান মহেশখালীর সব খবরকে বলেন- “সরকারি নির্দেশনার প্রেক্ষিতে সাধারণ মানুষকে করোনার বিষয়ে সচেতন করতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন স্থানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। এক্ষেত্রে জরিমানার চেয়ে সচেতনতার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে, তারপরও যারা নিয়ম মানছেন না -তাদের জরিমানা করা হচ্ছে।”