অসীম দাশ।।
প্রথম ধাপে দেশজুড়ে ৩৭১ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের মধ্য দিয়ে ইউনিয়নে নির্বাচনী ডামাডোল শুরু হচ্ছে। এই তালিকায় আছে মহেশখালীর তিন ইউনিয়ন পরিষদ। এগুলো হল- হোয়ানক, মাতারবাড়ি ও কুতুবজোম।
বুধবার নির্বাচন কমিশন সভায় অনুমোদনের পর ইউপি ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ এপ্রিল ভোটগ্রহণ হবে। ১৮ মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র বাছাই ১৯ মার্চ ও প্রত্যাহারের শেষ সময় ২৪ মার্চ।
(ইউপি নির্বাচনে প্রার্থীদের নিয়ে মহেশখালীর সব খবরের আসছে বিশেষ আয়োজন- ইউপি সংলাপ। একজন প্রার্থী হিসেবে অংশ নিতে পারেন আপনিও এই সংলাপে। সংলাপে অংশ নিতে আমাদের মেসেনজারে যোগাযোগ করুন অথবা ০১৭৮২০৭০৭৩০।)