হোয়ানক-কুতুবুজোম-মাতারবাড়িতে বাজলো নির্বাচনী ডামাডোল
Wednesday, March 3, 2021
Comment
অসীম দাশ।।
প্রথম ধাপে দেশজুড়ে ৩৭১ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের মধ্য দিয়ে ইউনিয়নে নির্বাচনী ডামাডোল শুরু হচ্ছে। এই তালিকায় আছে মহেশখালীর তিন ইউনিয়ন পরিষদ। এগুলো হল- হোয়ানক, মাতারবাড়ি ও কুতুবজোম।
বুধবার নির্বাচন কমিশন সভায় অনুমোদনের পর ইউপি ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ এপ্রিল ভোটগ্রহণ হবে। ১৮ মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র বাছাই ১৯ মার্চ ও প্রত্যাহারের শেষ সময় ২৪ মার্চ।
(ইউপি নির্বাচনে প্রার্থীদের নিয়ে মহেশখালীর সব খবরের আসছে বিশেষ আয়োজন- ইউপি সংলাপ। একজন প্রার্থী হিসেবে অংশ নিতে পারেন আপনিও এই সংলাপে। সংলাপে অংশ নিতে আমাদের মেসেনজারে যোগাযোগ করুন অথবা ০১৭৮২০৭০৭৩০।)
শিরোনাম ছিলো.. "হোয়ানক-কুতুবুজোম-মাতারবাড়িতে বাজলো নির্বাচনী ডামাডোল"
Post a Comment