Advertisement


ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ জনকে জরিমানা


অসীম দাশ।। গত সপ্তাহ থেকে দেশে করোনা শনাক্তের হার বেড়ে গেছে। নতুনভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে মহেশখালীতেও।  সর্বশেষ গত ১৯ মার্চ উপজেলায় ৩ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে কমেক ল্যাবে। এই অবস্থায় মহেশখালী উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত আজ দিনব্যাপী উপজেলার জনবহুল স্থানে জনগণকে মাস্ক পরিধান করে চলাচল করতে সচেতন করছে।

আজ রবিবার মহেশখালী উপজেলার সহকারি কমিশনার(ভূমি) খোরশেদ চৌধুরি গোরকঘাটা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এই সময় মাস্ক পরিধান না করায় ২০ জনকে ৯১০০ টাকা জরিমানা করেন।

অভিযানে মহেশখালী থানা পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

C-05//AD-3//21032021